প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাজারে টমেটো কেনা নিয়ে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে।
Published : 20 Jan 2024, 07:42 PM
মাদারীপুরের শিবচরে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে আহত তরুণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
ওই হাসপাতালে পাঁচদিন চিকিৎসাধীন থেকে শনিবার বিকালে তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. শাকিল মাতুব্বর (১৮) শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ওকেল উদ্দিন মুন্সীকান্দী গ্রামের বাচ্চু মুন্সীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, গত রোববার (১৪ জানুয়ারি) বিকালে কাদিরপুরে বাজারে একই বিক্রেতার কাছ থেকে টমেটো কিনছিলেন স্থানীয় ফারুক মুন্সীর এবং বাশার মৃধা নামে দুজন। এ সময় নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তারা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, এর জেরে দুপক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষ বাঁধায়। এ সময় ফারুক মুন্সীর পক্ষের শাকিলসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
ছুরিকাঘাতে গুরুতর আহত শাকিলকে ওই দিনই ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় দুপক্ষের গুরুতর আহত যাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে তারা হলেন- ওই এলাকার বাচ্চু মুন্সীর ছেলে সাকিল মুন্সী (১৮) ও আফজাল মুন্সী (১৬), জয়নাল শেখের ছেলে সাহালম শেখ (৩৮), সাহালম মুন্সীর ছেলে মো. তোহক মুন্সী (১৩), প্রয়াত আব্দুল করীম মৃধার ছেলে মো. বাসার মৃধা (৬০)।
ওসি সুব্রত গোলদার আরও জানান, ঘটনার রাতেই শিবচর থানায় উভয় পক্ষ থেকে মামলা হয়েছে।
শনিবার বিকালে শাকিলের মৃত্যুর খবর শুনে এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি সুব্রত গোলদার।