ওসি জানান, আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
Published : 01 Jan 2024, 01:30 PM
বাগেরহাট-৪ আসনের নৌকার প্রার্থীর অস্থায়ী একটি নির্বাচনি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার সকালে মোরেলগঞ্জ থানার ওসি মো. শামসুদ্দিন জানান, রোববার রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমুরবুনিয়া বাজারের কাছে এই ঘটনা ঘটে।
মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে গঠিত এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
এই আসনের আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মুহাম্মদ লোকমান (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান (ছড়ি), বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট’র (বিএনএম) রেজাউল ইসলাম রাজু (নোঙ্গর), তৃণমূল বিএনপির লুৎফর নাহার রিক্তা (সোনালী আঁশ) ও স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন (ঈগল)।
এ বিষয়ে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ওই এলাকার বাজারের কাছে নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগের একটি অস্থায়ী নির্বাচনি কার্যালয় তৈরি করা হয়।
“রোববার রাত ৩টার দিকে অস্থায়ী ওই নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। আগুনে কার্যালয়ে রাখা কিছু পোস্টার, চেয়ার ও ব্যানার পুড়ে যায়। এই নির্বাচন যারা চায় না তারা রাতে অন্ধকারে অগ্নিসংযোগ করেছে বলে ধারণা করছি।”
মোরেলগঞ্জ থানার ওসি শামসুদ্দিন বলেন, আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা আগুন দিয়েছে তাদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছি।