Published : 24 Aug 2022, 07:33 PM
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানে টিলা ধসে নিহত চার নারী চা শ্রমিকের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাকা ঘর তৈরি করে দেওয়া হচ্ছে।
বুধবার সকালে পরিবারগুলোর কাছে চারটি ঘর তৈরির মালামাল পৌঁছে দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায় উপস্থিত ছিলেন।
গত শুক্রবার (১৯ অগাস্ট) ঘর লেপার জন্য লাল মাটি আনতে গিয়ে টিলা ধসে নিহত হন উপজেলার লাখাইছড়া চা বাগানের জঙ্গী টিলার রীনা ভৌমিজ, পূর্ণিমা ভৌমিজ, হীরা ভৌমিজ ও রাধা মাহালী।
ইউএনও আলী রাজিব মাহমুদ জানান, শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আব্দুস শহীদ নিহতদের পরিবারের অবস্থা পরিদর্শন করে তাদেরকে প্রধানমন্ত্রীর উপহারের চারটি ঘর দেওয়ার নির্দেশনা দেন।
ইউএনও বলেন, “দু-এক দিনের মধ্যেই ঘরের কাজ শুরু হবে এবং এক মাসের মধ্যে তা সম্পন্ন হবে।”
এ ছাড়াও প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে আরও ২৫ হাজার করে নগদ টাকা সহায়তা করা হয় বলে জানান তিনি।
আরও পড়ুন: