পুলিশের ভাষ্য, পিন্টু সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
Published : 14 Nov 2023, 08:00 PM
যশোরের মণিরামপুর উপজেলায় ১০টি সোনার বারসহ এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার বিকালে ৩টার দিকে উপজেলার মোহনপুর শ্মশানঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয় বলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি রূপন সরকার জানান
গ্রেপ্তার জাহিদুর রহমান পিন্টুর বাড়ি মানিকগঞ্জের সিংড়া উপজেলায়।
ওসি রূপন সরকার বলেন, খবর পেয়ে ওই এলাকায় যাত্রীবাহী একটি বাস থামার জন্য সংকেত দেওয়া হয়। বাস দাঁড়ালে ভেতর থেকে পিন্টুকে আটক করা হয়।
“পরে তল্লাশি করে তার কাছ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা সোনার ১০টি বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম।”
এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা করে তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।