দুইবারের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী।
Published : 31 Dec 2023, 11:47 PM
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে ভোট না দিলে ‘নিজের আদালতেই ভয়ঙ্কর বিচার’ করবেন বলে হুমকি দিয়েছেন তার এক সমর্থক। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তা তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
ফরিদপুরের ডিসি ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত চিঠিটি শনিবার পুলিশ সুপার ও র্যাবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২৯ ডিসেম্বর নিক্সন চৌধুরীর ঈগল প্রতীকের উঠান বৈঠকে সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের আমির খাঁর কান্দা এলাকার বাসিন্দা নাসির খান এই হুমকি দেন।
তাকে গ্রেপ্তারের ব্যাপারে জানতে চাইলে রোববার রাতে ফরিদপুর ক্যাম্প র্যাব-১০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কামান্ডার শায়েক আহমেদ বলেন, “এরই মধ্যে আমরা চিঠি পেয়েছি এবং তাকে গ্রেপ্তারে অভিযানও শুরু হয়েছে।
“তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন। তাকে যেখানে পাওয়া যাবে সেখান থেকেই গ্রেপ্তার করা হবে।”, যোগ করেন র্যাব কর্মকর্তা।
চিঠিতে বলা হয়েছে, ভোটারদের উদ্দেশে এই ধরনের আক্রমণাত্বক হুমকি নির্বাচনি আচরণ বিধি ১১(ঙ) এর সুস্পষ্ট লঙ্ঘন।
এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এতে দেখা যায়, রাতের বেলায় নাসির খান সাদা চাদর গায়ে মাইক্রোফোন হাতে নিয়ে বক্তব্য দিচ্ছেন।
বক্তব্যের একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, “আমি সেদিন (ভোট গ্রহণের দিন) থাকব নির্বাচন কেন্দ্রে। ৪টার পরে এখানে কোনো প্রশাসনিক বা বহিরাগত ক্ষমতাকে আমরা ভয় করি না। এখানে সেনাবাহিনী থাকবে, চিন্তা করি না, ভোটটা দিয়ে বের হয়ে যাবেন।
“আমি নাসির খান মাঠে দাঁড়ানো থাকব। আমি বুঝতে পারব, আমি বুঝতে পারব- কে নিক্সনকে ভোট দিল, আর কে দিল না। ৪টা-৫টার পর বিচার আমার আদালতে হবে এবং ভয়ঙ্কর বিচার। যারা নিক্সন চৌধুরীর সঙ্গে বেইমানি করবেন তারা বেইমান, মীরজাফর, বিশ্বাসঘাতক।”
এ ব্যাপারে জানতে রাতে জেলা পুলিশ সুপারের মোবাইলে কল করলেও তিনি তা রিসিভ করেননি।
নাসির খানের মোবাইল নাম্বারে ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।