২০১৮ সালে আসামির অনুপস্থিতিতে পিস্তল রাখায় ১৫ বছর ও গুলি রাখার দায়ে ১০ বছরের কারাদণ্ড দেন বিচারক।
Published : 02 Dec 2023, 11:17 PM
বগুড়ায় অস্ত্র মামলায় ২৫ বছর সাজা পাওয়া এক আসামিকে ছয় বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের সেউজগাড়ী রেল কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বগুড়া সদর থানার এসআই মো. জহুরুল ইসলাম।
গ্রেপ্তার কালুয়া সন্তোষ (৪৫) ওই এলাকার বালিয়া বাঁশফোড়ের ছেলে। শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এসআই জহুরুল ইসলাম জানান, ২০০১ সালে বিদেশি পিস্তল ও গুলিসহ কালুয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে বগুড়া সদর থানায় মামলা করে পুলিশ।
সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৮ সালে বিচারক আসামির অনুপস্থিতিতে পিস্তল রাখায় ১৫ বছর ও গুলি রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন বলে জানান তিনি।
রায়ে ২৫ বছর সাজা একটি শেষ হওয়ার পর আরেকটি কার্যকর করার আদেশ দেয় আদালত। রায়ের পর থেকে পলাতক ছিলেন কালুয়া।
শনিবার গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান এসআই জহুরুল।