অবরোধের রাতে বরিশালে বিস্কুটবাহী কভার্ড ভ্যানে আগুন

চালক বলছেন, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ৬/৭ জন লোক তার গাড়ি থামায় এবং আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2023, 08:03 PM
Updated : 8 Nov 2023, 08:03 PM

বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে বরিশালের গৌরনদীতে বেঙ্গল বিস্কুট কোম্পানির একটি কভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাটাজোর বাজারে পাশে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি গোলাম রসুল মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেঙ্গল বিস্কুট কোম্পানির ওই কাভার্ড ভ্যান বিস্কুট নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

“বরিশাল-ঢাকা মহাসড়কের কবী বাড়ির সামনে দুর্বৃত্তরা এসে পেট্রোল ছিটিয়ে ওই কভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।”

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু লোক পেট্রোল মেরে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। আমাদের একটি দল ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে কভার্ড ভ্যানের সামনে অংশ পুড়ে গেছে। তবে বিস্কুটের ক্ষতি বেশি হয়নি।”

কাভার্ড ভ্যানের চালক মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, বরিশাল শিল্প নগরী (বিসিক) থেকে বিস্কুট নিয়ে সিলেটের মৌলভীবাজারে যাচ্ছিলেন তিনি। বাটাজোর বাজারে পাশে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ৬/৭ জন লোক তার গাড়ি থামায় এবং আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।