২০০৩ সালে ৫ জুলাই রাতে ঘুমন্ত অবস্থায় ভোলাকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান পিপি।
Published : 09 Nov 2023, 06:45 PM
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক কৃষককে হত্যার ২০ বছর পর ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ নূর ইসলাম ১৩ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল।
দণ্ড পাওয়ারা হলেন- পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের বিরাজ উদ্দিন মণ্ডলের ছেলে আব্দুল মান্নান, ছানোয়ার হোসেন, সাহাজ হোসেন, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন ওরফে রেয়াজ, খয়বর আলীর ছেলে রমজান আলী, আব্দুল ওহাব, সামছুদ্দিনের ছেলে ফারুক হোসেন, হাতেম আলীর ছেলে মো. দুলো, আব্দুল খালেক, অফির উদ্দিনের ছেলে শাহজাহান, মজিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম, আব্দুল খালেকের ছেলে আনিছুর রহমান। এদের মধ্যে একজন পলাতক রয়েছেন।
মামলার বরাতে পিপি নৃপেন্দ্রনাথ বলেন, “হরেন্দা হাকিমপুর গ্রামের আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে ভোলা মণ্ডল চাষাবাদের পাশাপাশি পাওয়ার টিলার দিয়ে অন্যের জমি চাষ করতেন। ২০০৩ সালে ৫ জুলাই ভোলা তার চালক মীর শহিদকে নিয়ে মাঠে জমি চাষ করতে যান।
“সেই দিন রাতে আরও জমি চাষ করতে হবে বলে ভোলা তার স্বজনদের জানালে, তার আরেক ভাই খাবার নিয়ে মাঠে যান। এ সময় তাকে পাওয়ার টিলার চালাতে দিয়ে ভোলা রাতের খাবার খেয়ে চার ভাইসহ পাশের জমিতে বিছানা পেতে ঘুমিয়ে পড়েন।
“পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাতে আসামিরা দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন। অস্ত্রের আঘাতে ভোলা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”
ঘটনার পরদিন নিহতের ভাই দোলা মণ্ডল বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন।
পিপি আরও জানান, ২০০৪ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন থানার এসআই আব্দুস সাত্তার ১৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম।