গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

জয়দেবপুর ও কালিয়াকৈর উপজেলায় পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেল পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2023, 08:58 AM
Updated : 19 March 2023, 08:58 AM

গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনের নিচে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে জয়দেবপুরের ধীরাশ্রম রেল স্টেশনের কাছে ও কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহীদুল ইসলাম হিরু।

নিহতরা হলেন, গাজীপুর মহানগরের গাছা থানার বাদে কলমেশ্বর এলাকার আবু সাঈদের ছেলে নাজমুল হাসান (২৪) ও আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।

এসআই শহীদুল জানান, শনিবার গভীর রাতে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের পাশে ধীরাশ্রম রেল স্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান নাজমুল হাসান। নাজমুল মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে নাজমুলের মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি শহীদুল।

এদিকে, একই রাতে জেলার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই দুই ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসআই শহীদুল।