একটি মাহফিলে ‘শিয়া সম্প্রদায় নিয়ে বিরূপ বক্তব্য’ দিয়েছিলেন শরীফুল ইসলাম; সেখান থেকে ফেরার পথে তার ওপর হামলা হয়।
Published : 08 Mar 2023, 10:08 PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামি বক্তার ওপর হামলায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা সিনিয়র এএসপি আফসান-আল-আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- বিজয়নগর থানার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূঁইয়ার ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮), আমির আলী ভূঁইয়ার ছেলে মাহবুবুল আল শিমুল (৩৩), চাওড়া দৌলতবাড়ী গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিংলাবাড়ি গ্রামের শেবু মিয়ার ছেলে মো. আমিরুল ইসলাম রিমন (২০)।
আফসান-আল-আলম বলেন, “গত ৫ মার্চ রাত ১২টার দিকে বিজয়নগরের দৌলতবাড়ী দরবার শরিফের মাহফিল শেষে পরিচিতজনের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মাওলানা মুফতি শরিফুল ইসলাম নুরী।
“পথে আখাউড়ার রামধননগর রেলক্রসিংয়ে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর হামলা করে।”
হামলাকারীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে শরিফুলের মুখে আঘাত করলে তার জিহ্বা কেটে যায় বলে জানান এ র্যাব কর্মকর্তা।
তিনি আরও জানান, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে শরীফুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় শরীফুলের চাচা মো. আব্দুল বাছির ভূঁইয়া বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেছেন।
ঘটনার পর পুলিশের পাশাপাশি তদন্তে নামে র্যাবও। গ্রেপ্তারদের আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
এর আগে শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) আবুল কালাম আজাদ বলেন, “দৌলতবাড়িতে এক মাহফিলে ‘শিয়া সম্প্রদায় নিয়ে বিরূপ বক্তব্য’ করে বক্তব্য দিয়েছিলেন শরীফুল ইসলাম।”
আরও পড়ুন