পুলিশ জানায়, শনিবার বাবা ও ছেলেকে আদালতে তোলা হবে।
ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতভর অভিযান চালিয়ে পাঁচ উপজেলার বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়। রোববার তাদের আদালতে পাঠানো হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ১৩ জনকে প্রেপ্তার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মো. আব্দুর রহিম মোল্লা বলেন, বোমা বিস্ফোরণ ও নাশকতার মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশপুর থানার ওসি শামীম উদ্দিন জানান, বোমা বিস্ফোরণ মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা আছে।
হরিণাকুন্ডু থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, বিস্ফোরক আইনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।