ময়মনসিংহ থেকে সিরিজ বোমা হামলার আসামি জেএমবি সদস্য গ্রেপ্তার

সিরিজ বোমা হামলা পূর্ববর্তী সময়ে গোলাপ জেএমবি প্রধান ও বাংলা ভাইকে নিয়ে একাধিকবার গোপন বৈঠক করেছেন বলে র‌্যাবের ভাষ্য।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2023, 11:21 AM
Updated : 9 May 2023, 11:21 AM

ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে দেশব্যাপী সিরিজ বোমা হামলার আসামি ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মহিবুল ইসলাম খান জানান, ১৮ বছর পলাতক থাকার পর সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজুল হক গোলাপের (৩৮) বাড়ি ময়মনসিংহে গৌরীপুর উপজেলায়।  

অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মহিবুল ইসলাম খান বলেন, “২০০৫ সালের ময়মনসিংহের কয়েকটি স্থানে বোমা হামলার পর ১৮ বছর পলাতক ছিলেন গোলাপ।

“তিনি ঢাকায় একটি ফ্যাশন হাউজের সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।”

ডিআইজি বলেন, “সিরিজ বোমা হামলা পূর্ববর্তী সময়ে তিনি স্থানীয় একটি স্কুলে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান এবং বাংলা ভাইসহ জেএমবি সদস্যদের নিয়ে একাধিকবার গোপন বৈঠক করেছেন।”

তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।