বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা খুবই দুঃখজনক।
Published : 01 Nov 2023, 11:54 PM
রাজধানীতে বিএনপির মহাসমাবেশের সময় দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবের উদ্যোগে সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, ভজন দাস, সুজাদুল ইসলাম ফারাস, কামাল হোসাইন।
হাবিবুর রহমান বলেন, নজিরবিহীনভাবে সাংবাদিকদের টার্গেট করে হামলা চালিয়ে আহত করা হয়েছে। এই হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
বক্তারা বলেন, সাংবাদিকরা কারও পক্ষ নিয়ে সেখানে দায়িত্ব পালন করতে যাননি। তারা পেশাগত কারণেই সেখানে গিয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা খুবই দুঃখজনক।
ভবিষ্যতে যেন সাংবাদিকদের ওপর আর হামলা না হয় সেজন্যে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।