“বসতবাড়ির সীমানা নিয়ে মোরাদের সঙ্গে তার চাচাত ভাই জালাল উদ্দিনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।”
Published : 19 Apr 2024, 06:11 PM
শেরপুরের নকলা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাত ভাইয়ের বউয়ের লাঠির আঘাতে এক ব্যক্তির প্রাণ গেছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নকলা উপজেলার টালকী ইউনিয়নের পূর্বটালকী গ্রামে এ ঘটনা ঘটে বলে নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া জানান।
নিহত মোরাদ হোসেন (৫৫) একই গ্রামের মৃত রহিম মাস্টারের ছেলে। ঢাকার কল্যাণপুর এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন তিনি।
ওসি আব্দুল কাদের বলেন, “বসতবাড়ির সীমানা নিয়ে মোরাদের সঙ্গে তার চাচাত ভাই জালাল উদ্দিনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ঈদে ছুটি না পেয়ে শুক্রবার সকালে মোরাদ ঢাকা থেকে বাড়ি আসেন। সঙ্গে ঘরের কিছু আসবাবপত্র নিয়ে আসেন।
“ওই আসবাবপত্র নিয়ে বাড়িতে ঢুকতে গেলে চাচাত ভাইয়ের বউ মাজেদা বেগমের সঙ্গে মোরাদের তর্ক শুরু হয়। এক পর্যায় মাজেদা লাঠি দিয়ে মোরাদের মাথার পেছনে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।”
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোরাদকে মৃত বলে ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাজেদা বেগম ও তার মেয়ে খুশিকে বেগমকে আটক করেছে পুলিশ। আর লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।