নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়ক অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মহাসড়কের সাবাইহাট এলাকা থেকে আনুমানিক ২৮ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মান্দা থানার ওসি নুরে আলম সিদ্দিকী।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরের দিকে স্থানীয়রা সড়কের ওপর মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
“নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে অন্য কোনোভাবে মৃত্যু বা হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ”
নিহত মহিলার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে ওসি বলেন, মরদেহটির সঙ্গে থাকা ব্যাগ থেকে দুটি ছবি পাওয়া গেছে। কিন্তু আঘাতের কারণে চেহারা চেনা না যাওয়ায় ছবিগুলো ওই নারীর কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
ওসি আরও জানান, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।