পারিবারিক কলহের জেরে ২০১৯ সালে এ ঘটনা ঘটে।
Published : 28 Nov 2022, 03:10 PM
চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে এক নারীকে হত্যার দায়ে তার স্বামীর প্রাণদণ্ড দিয়েছে আদালত।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত কোবাদ (৪১) ভোলাহাটের খড়কপুর গ্রামের সুলতান আলীর ছেলে।
প্রাণদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও দিয়েছেন বিচারক।
মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ৮ জুলাই নিজ বাড়িতে স্ত্রী আয়েশা খাতুনকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন কোবাদ।
পরে নিহতের ভাই মো. মুসলিম ওইদিন ভোলাহাট থানায় মামলা করেন।
তদন্ত শেষে ভোলাহাট থানার তৎকালীন এসআই রাজু আহম্মেদ ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।