প্রতীক বরাদ্দ হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচার বন্ধ রাখতে দলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
আগামী ১২ জুন খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে ভোট হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে; বাছাই ১৮ মে; প্রত্যাহারের শেষ সময় ২৫ মে। ২৬ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নির্বাচনী বিধি অনুযায়ী প্রতীক বরাদ্দ হওয়ার পর প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন।
রোববার এক বিজ্ঞপ্তিতে আগামী ২৫ মে পর্যন্ত নির্বাচনী সব প্রচার বন্ধ রাখতে তিনি কর্মী-সমর্থকদের নির্দেশ দিয়েছেন বলে সাংবাদিকদের জানান।
একটি হোয়টস অ্যাপ গ্রুপে দেওয়া এই বিজ্ঞপ্তিতে তার নির্বাচনী প্রচারের থাকা লস্কর নুরুর হক জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রার্থী। প্রতীক বরাদ্দের পর সমর্থকরা প্রচারণার মাঠে নামবে বলে প্রার্থী খোকন সেরনিয়াবাত জানিয়েছেন।
তিনি বলেন, প্রায় এক মাস নিজ এলাকায় ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন। বিষয়টি নিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।