দুই বন্ধু ফায়েজুল ও হাফিজুল মোটরসাইকেলে করে দক্ষিণ গঙ্গারামপুর থেকে জলিরপাড়ে যাচ্ছিলেন।
Published : 04 Apr 2024, 12:22 PM
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
বুধবার রাত ১০টার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গয়লাকান্দিতে (শান্তিপুর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিন্দিয়া ঘাট পুলিশ ফাঁড়ির এসআই এসএম জালাল বিন আমির।
নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের মৃত মোফাজ্জেল মাতুব্বরের ছেলে মো. ফায়েজুল মাতুব্বর (১৫) ও একই গ্রামের মো. ওমর আলী শেখের ছেলে মো. হাফিজুল শেখ (১৮)।
এসআই আমির বলেন, দুই বন্ধু ফায়েজুল ও হাফিজুল মোটরসাইকেলে করে দক্ষিণ গঙ্গারামপুর থেকে জলিরপাড়ে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পার্কিং করা একটি ট্রাকের পেছনে সাজোরে ধাক্কা মারে।
“এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফায়েজুল নিহত হন। গুরুতর আহত হন আরোহী হাফিজুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ”
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে হাফিজুল মারা যায়।
এসআই আমির জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক। আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।