গাজীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ছোট ভাই ইসমাইলকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পা পিছলে তামিমও পুকুরে পড়ে যায়।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 01:56 PM
Updated : 19 Nov 2023, 01:56 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুকুরে ডুবে শিশু দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রিফুজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান।

নিহত শিশুরা হল- ওই গ্রামের কাঠমিস্ত্রি মো. আল-আমিনের বড় ছেলে তামিম মিয়া (৭) ও ছোট ভাই ইসমাইল হোসেন (৪)।

স্বজনদের বরাত দিয়ে ওসি নাসিম বলেন, দুপুরে বাড়ির পাশের অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছি তামিম ও ইসমাইল।

এক পর্যায়ে ছোট ভাই ইসমাইল পাশের এক পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাকে তাড়াহুড়ো করে উদ্ধারের চেষ্টা করলে পা পিছলে পুকুরে পড়ে যায় তামিম।

তিনি আরও বলেন, এ সময় সঙ্গে থাকা শিশুরা কেউ টের পায়নি। কিছু সময় পর খেলতে থাকা শিশুদের মধ্যে একজন ইসমাইলের মরদেহ পানিতে ভাসতে দেখে কান্নাকাটি শুরু করে।

তা দেখে স্থানীয় এক নারী পানি থেকে ইসমাইলে মরদেহ তুলে আনে। ওই সময় বড় ভাই তামিম নিখোঁজ ছিল বলে জানান তিনি।

কয়েক ঘণ্টা পর বেলা সাড়ে তিনটার দিকে পুকুর থেকে তামিমের মরদেহ তুলে আনা হয়; ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বলে জানান ওসি।