মেহেরপুরে বাসচাপায় প্রাণী চিকিৎসক নিহত

মোটরসাইকেলসহ শামিম বাসের নীচে চাপা পড়লেও বাসচালক তাকে বেশ কয়েক গজ টেনেহিঁচড়ে নিয়ে যায়।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2023, 06:16 AM
Updated : 11 May 2023, 06:16 AM

মেহেরপুর সদর উপজেলার বাস চাপায় মোটরসাইকেল আরোহী এক প্রাণী চিকিৎসক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর এলাকায় মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী রয়েল পরিবহনে পিষ্ট হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম। 

নিহত শামিম আহমেদের (৩০) বাড়ি মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের সিংহাটি গ্রামের শাজাহান আলীর ছেলে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী সোহরাব হোসেন জানান- শামিম আহমেদ গ্রামের সবার পরিচিত প্রাণী চিকিৎসক ছিলেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার মোটরসাইকেল নিয়ে পশু চিকিৎসার জন্য বের হয়ে তিনি পাশের গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। 

“পথে চাঁদপুর এলাকায় পৌঁছালে বাসটি পিছন থেকে তাকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলসহ শামিম বাসের নীচে চাপা পড়লেও বাসচালক তাকে বেশ কয়েক গজ টেনেহিঁচড়ে নিয়ে যায়।” 

পরে গুরুতর আহত শামিমকে বাসের নীচ থেকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মোটরসাইকেলসহ চালক শামিম আহমেদকে উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে নেন। 

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোতালিব হোসেন জানান- হাসপাতালে নেওয়ার আগেই শামিমের মৃত্যু হয়। 

ওসি সাইফুল ইসলাম জানান- হাসপাতাল থেকে শামিমের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রয়েল পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। 

অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।