বরিশালে পৌঁছেছে ইভিএম, সিসি ক্যামেরার অপেক্ষা

৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রে ২৫২টি এবং ৮৯৪টি ভোটকক্ষে একটি করে মোট ১ হাজার ১৪৬টি সিসি ক্যামেরার প্রয়োজন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2023, 02:01 PM
Updated : 29 May 2023, 02:01 PM

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের জন্য ইভিএম পৌঁছেছে।

গাজীপুর থেকে সোমবার বিকেলে দেড় হাজার ইভিএম বরিশালে পৌঁছেছে বলে সহকারী রির্টানিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন।

তবে এখনও এসে পৌঁছেনি নগরীর ১২৬ কেন্দ্রের সিসি ক্যামেরা।

সহকারী রির্টানিং কর্মকর্তা মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুরে যে ইভিএম দিয়ে ভোট গ্রহণ করা হয়েছে বরিশালে সেই মেশিনেই ভোট গ্রহণ করা হবে। এসব ইভিএম বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে রাখা হবে। 

এরই মধ্যে প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে ইভিএমের উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রির্টানিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ভোটের আগের দিন শিল্পকলা একাডেমী থেকে ইভিএম ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

নির্বাচনে প্রতিটি ভোট কক্ষে একটি এবং প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে দুটি সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

সে হিসাবে ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রে ২৫২টি এবং ৮৯৪টি ভোটকক্ষে একটি করে মোট ১ হাজার ১৪৬টি সিসি ক্যামেরার প্রয়োজন হবে।

১২ জুন অনুষ্ঠেয় নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ প্রার্থীও প্রতীক পেয়ে প্রচারে নেমেছেন।

এ সিটির মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।