ডাকাতির সময় হত্যা: কুষ্টিয়ায় ৬ জনের যাবজ্জীবন

২০ বছর পর এই হত্যা মামলার রায় এল।

কুষ্টিয়া প্রতিনিধি
Published : 30 Nov 2022, 01:38 PM
Updated : 30 Nov 2022, 01:38 PM

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ডাকাতি ও হত্যা মামলায় ২০ বছর পর ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে একটি আদালত।

বুধবার দুপুর ২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম দণ্ডপ্রাপ্ত তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অনুপ কুমার নন্দী জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের স্বপন মণ্ডল, ইসলামপুর গ্রামের নাহারুল মৃধা, মকবুল প্রামাণিক, শফি প্রামাণিক, শাজাহান প্রামাণিক ও আজমল প্রামাণিক।

রায় ঘোষণার সময় স্বপন, নাহারুল ও মকবুল পলাতক ছিলেন।

মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০০২ সালের ২৭ এপ্রিল রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের শাজাহান আলীর বাড়িতে আসামিরা ডাকাতির জন্য আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। তারা ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট করে। 

এ সময় বাধা দেওয়ায় শাজাহানকে চাইনিজ কুড়ালের উল্টো পিঠ দিয়ে সজোরে আঘাত করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।  

এ ঘটনায় নিহতের ছেলে বোরহান উদ্দিন বাদী হয়ে ১৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে ডাকাতি ও হত্যার অভিযোগে মামলা করেন। ২০০৪ সালের ২৪ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা এসআই ফেরদৌস হোসেন ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

আইনজীবী বলেন, ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন আদালত। বাকি আটজনকে খালাস দেওয়া হয়েছে।