গত ২৩ জুন অ্যাসিড নিক্ষেপে ঘুমন্ত মোর্শেদা ও তার মেয়ে মারিয়া গুরুতর দগ্ধ হন।
Published : 06 Jul 2023, 05:42 PM
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘুমন্ত স্ত্রী ও মেয়র ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাত আড়াইটার দিকে কুমিল্লার তিতাস উপজেলার রায়পুর পুরান বাতাকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১১ এর উপ-অধিনায়ক সানরিয়া চৌধুরী জানান।
গ্রেপ্তার খোকন মিয়া (৫৫) উপজেলার গোপালদী পৌরসভার গায়েনপাড়া এলাকার প্রয়াত আনসার আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। ঘটনার পর থেকে খোকন পলাতক ছিলেন।
ঘটনার ১০দিন পর গত ৪ জুলাই মোর্শেদা বেগমের মা শাহেদা বেগম আড়াইহাজার থানায় মামলা করেন। খোকন মোর্শেদার দ্বিতীয় স্বামী।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, খোকন আগেও দুটি বিয়ে করেছেন। মোর্শেদা (২৫) তার তৃতীয় স্ত্রী। বিয়ের পর মোর্শেদাকে আগের সংসারের সন্তান মারিয়া আক্তারকে (৬) তার নানির বাড়িতে রেখে আসার জন্য চাপ দেন খোকন।
“এ নিয়ে প্রায় মোর্শেদাকে নির্যাতন করতেন খোকন। এর জেরে গত ২৩ জুন ঘুমন্ত মোর্শেদা ও তার মেয়ে মারিয়ার ওপর অ্যাসিড নিক্ষেপ করেন খোকন।”
দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
র্যাব আরও জানান, এ ঘটনার পর থেকে গোয়েন্দা নজরদারিতে ছিলেন খোকন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তার খোনকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব৷
আরও পড়ুন
আড়াইহাজারে স্বামীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানকে এসিড নিক্ষেপের অভিযোগ