আসামি খোকন মিয়া উপজেলার গোপালদী পৌরসভার গায়েনপাড়া গ্রামের বাসিন্দা, তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
Published : 04 Jul 2023, 11:41 PM
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় স্ত্রী ও শিশু সন্তানকে এসিড দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে এসিড দগ্ধ মোর্শেদা বেগমের মা শাহেদা বেগম বাদী হয়ে মামলা করেছেন বলে জানান আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব৷
ওসি বলেন, মামলায় মোর্শেদার স্বামী খোকন মিয়াসহ (৫৫) অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে৷ তবে প্রধান আসামি পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ৷
আসামি খোকন মিয়া উপজেলার গোপালদী পৌরসভার গায়েনপাড়া গ্রামের বাসিন্দা, তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
দগ্ধ মোর্শেদা বেগম (২৫) ও তার মেয়ে মারিয়া আক্তার (৬) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বলেও জানান ওসি।
মোর্শেদা আড়াইহাজারের গোপালদী পৌরসভার সদাসদি এলাকার সুলতান মিয়ার মেয়ে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২৩ জুন রাত সাড়ে ৮টার দিকে মোর্শেদা মেয়ে মারিয়াকে নিয়ে বাবার বাড়িতে ঘুমাচ্ছিলেন। এসময় তাদের ঘরের জানালা দিয়ে খোকনসহ তার সহযোগীরা সিরিঞ্জে ভরে এসিড ছুড়ে মারে। এতে মারিয়ার মুখ ও মোর্শেদার পা ঝলসে যায়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে খোকনসহ অন্যরা পালিয়ে যায়। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
মোর্শেদার পরিবারের সদস্যদের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে খোকন মিয়া এই ঘটনা ঘটিয়েছেন।