দুইদিন আগেও বেনুর ওতুকপো এলাকায় এক হামলায় ১১ জন নিহত হয়েছে। সপ্তাহখানেক আগে পাশের প্লাটু রাজ্যে একাধিক গ্রামে বন্দুকধারীদের হামলায় অর্ধশত নিহত হয়েছিল।
Published : 19 Apr 2025, 05:06 PM
নাইজেরিয়ার মধ্যাঞ্চলের বেনু রাজ্যে সন্দেহভাজন গবাদি পশুপালকদের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।
ওই অঞ্চলে কৃষক ও পশুপালকদের মধ্যে প্রাণঘাতী সংঘাত ফের দেখা যাচ্ছে, তার মধ্যেই বৃহস্পতিবার রাতে এ হামলার ঘটনা ঘটল, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
বছরের পর বছর ধরে এই ধরনের সংঘর্ষ উত্তর-মধ্য নাইজেরিয়া থেকে খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটিয়ে আসছে। নাইজেরিয়ার ওই অঞ্চলটিতে বিপুল কৃষিজমি রয়েছে।
বৃহস্পতিবার এই হামলার দুইদিন আগেও বেনুর ওতুকপো এলাকায় এক হামলায় ১১ জন নিহত হয়েছে। সপ্তাহখানেক আগে পাশের প্লাটু রাজ্যে একাধিক গ্রামে বন্দুকধারীদের হামলায় অর্ধশত নিহত হয়েছিল।
২০১৯ সাল থেকে সংঘাত ওই এলাকায় ৫০০-র বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, ২২ লাখ মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করেছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্স।
পুলিশ জানায়, শুক্রবার ভোররাতের আগে বেনুর উকুম এলাকার জিবাগিরের আশপাশে সন্দেহভাজন পশুপালকদের একটি দল ৫ কৃষককে গুলি করে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে, বিবৃতিতে বলেছেন পুলিশের মুখপাত্র সেউয়েসে আনেনে।
উকুমে এ ঘটনার সময় সেখান থেকে ৭০ কিলোমিটার দূরে লোগো এলাকায় আরেক হামলায় ১২ জন নিহত হয়েছে, বলেছে পুলিশ।