পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
Published : 19 Apr 2025, 05:04 PM
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বসতঘরের ফ্যানে ঝুলন্ত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার চুমুরদী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান।
নিহত হাসিব মোল্লা (১৮) ওই গ্রামের মৃত লিটন মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা সরকারি পাইলট হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহতের মা বিউটি বেগম বলেন, শুক্রবার রাত ১২টার দিকে হাসিবকে তার ঘরে লেখাপড়া করা অবস্থায় দেখে আমি ঘুমিয়ে পড়ি। আনুমানিক রাত ৩টার দিকে লেখাপড়ার শব্দ না পেয়ে রুমে গিয়ে ছেলেকে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক হাসিবকে মৃত্যু ঘোষণা করেন।”
ওসি আশরাফ বলেন, “খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসিবের মরদেহ উদ্ধার করে। এ বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।“
এ বিষয়ে ভাঙ্গা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন বলেন, “আমাদের স্কুলের এক মেধাবী ছাত্র হাসিব মোল্লার মৃত্যুর সংবাদে আমিসহ সব শিক্ষকরা শোকাহত।”