Published : 24 Jul 2023, 09:29 PM
রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রবাসের দোতলা থেকে পড়ে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা হয়েছে।
সোমবার সকালে নিহত শিক্ষার্থী শেখ সাদিকুর রহমানের বড় ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে কাপ্তাই থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানান পরিদর্শক (তদন্ত) নূরে আলম।
অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় এই মামলা করা হয়েছে।
মাহাবুবুর রহমান বলেন, “ভাইয়ের মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির গাফিলতি আছে বলেও মনে করছি। কারণ আমার ভাই ছাত্রাবাসের দোতলায় যেখানে থাকত, সেখানে জানালায় কোনো গ্রিল বা দরজা ছিল না।
“দেড়ফিট চওড়া ওই সান শেডে শিক্ষার্থীদের অবাধ বিচরণ ছিল। সেখানে কোনো শিক্ষার্থী বসে থাকলে কেউ দুষ্টুমির ছলে ধাক্কা দিলেও পড়ে যেতে পারে। অথচ এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এছাড়া এই প্রতিষ্ঠানে র্যাগিংয়েরও শিকার হতে পারে আমার ভাই। আমি এবং আমার পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানাচ্ছি।”
এসব বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার বলেন, “ওই শিক্ষার্থীর পরিবার যেহেতু থানায় মামলা করেছে, তাই পুলিশ বিষয়টি তদন্ত করবে। তদন্ত শেষেই সঠিক ঘটনা জানা যাবে।”
গত ১৬ জুলাই কাপ্তাইয়ের এই শিক্ষা প্রতিষ্ঠানটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ৫৫ ব্যাচের পঞ্চম সেমিস্টারের ছাত্র শেখ সাদিকুর রহমান ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আইসিউতে থাকা অবস্থায় গত ১৯ জুলাই সকাল ১০ টায় তিনি মারা যান।
আরও পড়ুন:
রাঙামাটিতে ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু