Published : 19 Jul 2023, 05:14 PM
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে আহত এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।
বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন পলিটকনিক ইনস্টিটিউটটির অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার।
নিহত শেখ সাদিকুর রহমান (২৪) শিক্ষা প্রতিষ্ঠানটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের পঞ্চম পর্বের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহের পাগলা থানার দিগলবাহা গ্রামের শাহাব উদ্দীনের ছেলে।
সহপাঠীদের বরাত দিয়ে অধ্যক্ষ জানান, গত রোববার বেলা ১২টার দিকে প্রতিষ্ঠানটির আবাসিক ছাত্রাবাসের দোতলার রেলিংয়ে বসে থাকার সময় মাথা ঘুরে পড়ে গুরুতর আহত হয় সাদিকুর। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসার পর আজ সে মারা যায়।
কাপ্তাই থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম বলেন, শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।