পুলিশ জানায়, হাতবোমাটি নিষ্ক্রিয় করে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।
Published : 23 Jan 2024, 06:01 PM
মানিকগঞ্জ সদরের পরিত্যক্ত অবস্থায় একটি হাতবোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে হাতবোমাটি পাওয়া যায় বলে সদর থানা ওসি হাবিল হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে র্যাব-৪ এর বোম ডিসপোজাল ইউনিট এসে বিকালে ওই এলাকায় বলাকা সংসদ ক্লাবের পাশে হাতবোমাটি নিষ্ক্রিয় করে।
র্যাব-৪ এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, উদ্ধারের পর বোমাটি অন্য জায়গায় নিয়ে ধ্বংস করা হয়। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী উপস্থিত ছিলেন ।