স্থানীয় জনপ্রতিনিধি জানান, জামাল ও শামসুন্নাহারের মধ্যে পরকীয়ার সম্পর্ক নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-দরবার হয়েছে।
Published : 21 Oct 2023, 02:47 PM
ময়মনসিংহের গৌরীপুরে এক নারীর কথিত ‘প্রেমিক’কে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ও সন্তানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া মহল্লায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া।
নিহত জামাল মিয়া (৩৫) পৌর শহরের কলাবাগান এলাকার আব্দুল জলিলের ছেলে ও পাওয়ারটিলার চালক।
আটক করা হয়েছে- শামসুন্নাহারের (৩৫) স্বামী শরীফ মিয়া (৩৮), তার ছেলে সজিব মিয়া (১৯) ও সজিবের বন্ধু মামুনকে (১৯)। মামুন একই এলাকার লাল মিয়ার ছেলে। তবে পালিয়ে গেছেন শামসুন্নাহার।
শরীফের প্রতিবেশী ও ঘটনার প্রত্যক্ষদর্শী সুমন মিয়া জানান- মাছ ধরা শেষে তিনি রাত ৩টার দিকে বাসায় ফিরছিলেন। এ সময় শরীফের ঘরে ধস্তাধস্তির আওয়াজ পান।
“ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করলে কেউ কথা বলেনি বরং বাইরের লাইটটি ঘরের ভিতর থেকে বন্ধ করে দেয়। সন্দেহ হওয়ায় তাই পাশের সড়কে অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর শরীফ, সজিব ও মামুন ঘরের ভেতর থেকে জামাল মিয়াকে বের করে বাইরে ফেলে দেয়।”
সুমন মিয়া আরও জানান, জামাল রক্তাক্ত অবস্থায় উঠে সড়কে উঠে আসলে তাকে বাসার সামনে নিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে জামালের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই ভোরের দিকে জামাল মারা যান।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৌপিয়া মজুমদার বলেন, “জামালের মাথা ও মুখে শক্ত কিছুর একাধিক আঘাতের চিহ্ন ছিল। তার মাথার খুলি, চোয়াল, নাক ও দাঁত ভেঙে গিয়েছিল। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল।”
গৌরীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া বলেন- “দীর্ঘদিন যাবত জামাল ও শামসুন্নাহারের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-দরবার হয়েছে, কিন্তু তাদের থামানো যায়নি।”
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া বলেন, শরীফের ঘর থেকে লোহার রড ও রক্তাক্ত বিছানার চাদর উদ্ধার ও জব্দ করা হয়েছে।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে জামালকে খুন করা হয়েছে। শামসুন্নাহারের ডাকে জামাল তাদের বাড়িতে আসলে অভিযুক্তরা পিটিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে শামসুন্নাহার পলাতক রয়েছেন। ”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।