কুমিল্লায় পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের

সাঁতার না জানায় গোসলের এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায় বলে জানায় পরিবার।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2023, 12:10 PM
Updated : 13 Nov 2023, 12:10 PM

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্র প্রাণ হারিয়েছে।

সোমবার সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।

মৃতরা হলো- ওই গ্রামের পূর্ব পাড়ার লিটন সূত্রধরের ছেলে আনন্দ সূত্রধর (৫) এবং যুবরাজ সূত্রধরের ছেলে পাবন সূত্রধর (৫)। তারা স্থানীয় আটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। সম্পর্কে চাচাত ভাই।

এলাকাবাসী জানায়, সকালে আনন্দ ও পাবন বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন। একসঙ্গে দুই শিশুকে হারিয়ে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাঁতার না জানায় গোসলের এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায় বলে জানায় পরিবার।

পাবনের বাবা যুবরাজ বলেন, “বেলা ১১টার দিকে বাড়ির লোকজনের চিৎকার শুনে গিয়ে দেখি আমার সন্তান ও ভাতিজা আর বেঁচে নেই। এখন আমি কী-ভাবে বাঁচব।”

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়েছেন পুলিশ পরিদর্শক সাইফুল।

এলাকার প্রতিটি অভিভাবককে তাদের সন্তানের দিকে খেয়াল রাখাতে বলেছেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহবুব।