কুমিল্লায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাইপথে মাদক বাংলাদেশে আনছিলো দাবি র‌্যাবের।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2023, 11:11 AM
Updated : 6 Feb 2023, 11:11 AM

কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে ১০১ কেজি গাঁজা ও সাড়ে তিন হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের মধ্যে দুইজন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার সকালে র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আগের রাতে শালধর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন কুলুবাড়ী গ্রামের হারুন মিয়ার ছেলে ফারুক হোসেন ওরফে সাদ্দাম (৩০) ও একই গ্রামের মোরশেদ মিয়ার মাসুম মিয়া (২৩) এবং কুমিল্লা সদর কোতয়ালি থানার চাঁনপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে ২০ বছর বয়সী গোলাম রাব্বি ইসলাম ওরফে পাপ্পু।  

মেজর সাকিব বলেন, তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে নানা ধরনের মাদকদ্রব্য চোরাইপথে বাংলাদেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

“গোপন খবরে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১০১ কেজি গাঁজা ও ৩ হাজার ৫১০ ইয়াবা জব্দ করা হয়।”

এ ঘটনায় তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।