৫০-৬০ ব্যক্তি পাহাড় থেকে নেমে এসে যানবাহনে হামলা চালায় বলে জানিয়েছেন চালকরা।
Published : 29 Nov 2023, 11:26 PM
বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের আগের রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসসহ অন্তত ছয়টি যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন এক যাত্রী।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার ওসি কৃষ্ণ কমল ধর।
তাৎক্ষণিকভাবে আহত যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।
ভাঙচুর হওয়া একাধিক গাড়ির চালক ও সহকারীরা জানান, রাতে পাহাড় থেকে অন্তত ৫০-৬০ জন ব্যক্তি নেমে এসে খাগড়াছড়িগামী এসব যানবাহনে হামলা চালায়।
এ সময় অটোরিকশা, পিকআপ, ট্রাক ও যাত্রীবাহী বাস ভাঙচুর করে তারা; এতে বাসে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।
পরে আহত ওই নারীকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হামলার খবর পেয়ে সড়কের নিরাপত্তায় পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানান ওসি কৃষ্ণ কমল।