প্রাথমিকভাবে ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।
Published : 04 Feb 2024, 01:38 AM
কক্সবাজারের উখিয়া উপজেলায় ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে ক্যাম্পের ভেতর এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার ঘোনার পাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫৬ ব্লকে কোডেক স্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত মোহাম্মদ আইয়ুব (৩৫) ঘোনার পাড়া ১৮ নম্বর ক্যাম্পের এইচ-৫৬ ব্লকের বাসিন্দা এবং ব্লকটির উপ-কমিউনিটি নেতা (সাব-মাঝি)।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আইয়ুব বিকালে ক্যাম্পের এইচ-৫৬ ব্লকে একটি দোকানের সামনে কয়েকজনের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় ১০-১২ অজ্ঞাত দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আইয়ুবকে ক্যাম্প সংলগ্ন এক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
“আইয়ুবকে কারা, কী কারণে খুন করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। তিনি রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন আরসাবিরোধী ছিলেন। এর জেরেও এ খুনের ঘটনা ঘটতে পারে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]