খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে; তবে চালক পালিয়েছেন।
Published : 04 Feb 2024, 05:04 PM
সিলেটের জকিগঞ্জ উপজেলায় পিকআপের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কাজলশাহ ইউনিয়নের নোয়াগ্রাম যাত্রী ছাউনি সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ।
নিহত ৪৩ বছর বয়সি জয়নাল আবেদিন উপজেলার শাহজালালপুরের আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক জয়নালের ডান পা ভেঙ্গে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জাবেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে; তবে চালক পালিয়েছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]