কাশিমপুর কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

কারা কর্তৃপক্ষ জানায়, সম্ভু কুমার শর্মার কয়েদি নম্বর ছিল ৪২৮৭/এ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2023, 11:55 AM
Updated : 25 March 2023, 11:55 AM

গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

ওই কারাগারের সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মারা যাওয়া সম্ভু কুমার শর্মা (৬২) কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম জোতপাড়া এলাকার হরেন্দ্র নাথ শর্মার ছেলে। কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৪২৮৭/এ।

সিনিয়র জেল সুপার জানান, সম্ভু কুমার রাত ৩টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ১৬ বছরের সশ্রম কারাদণ্ড পাওয়া সম্ভু কুমার বিডিআর বিদ্রোহ মামলায় ২০১০ সালে গ্রেপ্তার হন। প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। সেখান থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়।