অভিযানে দুইটি গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
Published : 03 Apr 2023, 04:25 PM
রাজবাড়ীতে ‘গরু চোর চক্রের’ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রাজবাড়ী থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ।
গ্রেপ্তাররা হলেন, ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর গ্রামের শফিকুল শেখ (৩২), খুলনা জেলার আলংঘাট ঈদগাহ মসজিদের উত্তরপাশের গ্রামের সেলিম শেখ (২৮), ফরিদপুর জেলার ছৈল্লা বিশ্বাসডাঙ্গী গ্রামের শেখ ফরিদ (৩৫), গুহ লক্ষ্মীপুর গ্রামের আজিজুল হক ওরফে আকিদুল মোল্লা (৩৪), নগরকান্দা উপজেলার সন্তষী গ্রামের নাহিদ মিয়া (২৭), ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামের কায়েচ মাতুব্বর (২৬)।
উত্তম কুমার ঘোষ বলেন, “শুক্রবার রাতে সদর উপজেলার নিমতলা এলাকা থেকে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
“অভিযানে দুইটি গরু, একটি বাছুর ও চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।”
তাদের বিরুদ্ধে মামলা করে সোমবার দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।