ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৬০০ ফুট বালু জব্দ করা হয়েছে।
Published : 31 Jan 2025, 10:12 PM
নিষেধাজ্ঞা অমান্য করে নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং একজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় প্রায় ৬০০ ফুট বালু জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীরের ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, “সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির তথ্যে বিজয়পুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
“এ সময় সাতজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।”
আটক করা ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা এলাকার মমিন আহমেদকে তিন দিন, একই উপজেলার জারিপপাড়া এলাকার সোহাগ মিয়া ও জিগাতলা এলাকার মো. হাকিমকে সাত দিনের সাজা দেওয়া হয়েছে।
ধোবাউড়ার লঙ্গলজোড়া এলাকার মো. শরিফুল ইসলামকে ২০ দিন, গৌরিপুর এলাকার মো. এনামুল হক ও কৃষ্ণাপুর এলাকার আলমগীর হোসেনকে এক মাসের সাজা দেওয়া হয়েছে।
এছাড়া মানিক মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।