“প্রতিমা ভাঙচুরের ঘটনা খুবই দুঃখজনক। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো অধিকার নেই।”
Published : 16 Jan 2025, 05:13 PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাহেব বাজার বড়ইতলী এলাকায় বটতলা বুড়ির মা মন্দিরে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে মন্দিরের পুরোহিত সুকুমল চক্রবর্তী জানান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহমেদ। এ ঘটনায় নিরাপত্তা জোরদার করতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
সুকুমল বলেন, “বুধবার বিকালে পূজা শেষে আমরা মন্দিরের গেটে তালা দিয়ে চলে যাই। সকালে এসে দেখতে পাই, প্রতিমা ভাঙচুর করা হয়েছে। পরে আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।”
এলাকাবাসী বলছে, বৃহস্পতিবার সকালে মন্দিরে বুড়ির মা প্রতিমা ভাঙা অবস্থায় দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। দুর্বৃত্তরা বুড়ির মা প্রতিমা ভাঙচুর করে মন্দিরের ভেতরেই রেখে গেছে।
কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহমেদ বলেন, ““প্রতিমা ভাঙচুরের ঘটনা খুবই দুঃখজনক। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো অধিকার নেই। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।”
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, “কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছে, তা তদন্ত চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।”