অভিযানে বরই বাগানে গিয়ে কারেন্ট জালে আটকে মারা যাওয়া কয়েকটি পাখি পাওয়া গেছে।
Published : 14 Feb 2025, 09:15 PM
বরিশালের উজিরপুরে বাগানের ফল রক্ষায় কারেন্ট জালে আটকে পাখি হত্যার দায়ে এক বরই চাষিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে উজিরপুরের শিকারপুর গ্রামের কৃষক আইয়ুব আলী হাওলাদারকে এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আলী সুজা।
তিনি বলেন, আইয়ুব আলী হাওলাদার বরই গাছের বাগান করেছেন। পাখি যাতে সেসব গাছের বরই খেতে না পারে তাই কারেন্ট জাল দিয়ে বাগান ঘিরে রেখেছেন তিনি। কিন্তু এতে বিভিন্ন প্রজাতির পাখি জালে আটকে মারা যায়।
স্থানীয়রা এ বিষয়টি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সে ভিডিও নজরে আসায় শুক্রবার সকালে ওই বাগানে অভিযান পরিচালনা করেন।
অভিযানে বরই বাগানে গিয়ে কারেন্ট জালে আটকে মারা যাওয়া কয়েকটি পাখি পাওয়া গেছে। তখন প্রাথমিক সাজা হিসাবে কৃষক আইয়ুব আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, জরিমানা করা ছাড়াও বাগানের সব কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
এছাড়া ভবিষ্যতে এ ধরনের জাল ব্যবহার করবেন না বলে মুচলেকাও দিয়েছেন কৃষক আইয়ুব আলী।
অভিযানে বন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা।