গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
Published : 15 Oct 2024, 08:34 PM
সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. তৌফিক বক্স লিপনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে নগরীর মিরাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মশিউর রহমান সোহেল জানান।
৫০ বছর বয়সী লিপন দক্ষিণ সুরমার কদমতলি এলাকার তসলিম বক্সের ছেলে। তিনি সিলেট সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মশিউর রহমান জানান, লিপনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় হত্যা ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে মিরাবাজার এলাকায় অভিযান চালিয়ে লিপনকে গ্রেপ্তার করে র্যাব-৯ এর একটি দল।
গ্রেপ্তার লিপনকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।