এ জেলায় ২৪ ঘণ্টায় ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
Published : 04 Oct 2024, 11:31 PM
পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় এ জেলায় ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত জেলার সব উপজেলায় বৃষ্টিপাত হয়েছে। সেইসঙ্গে নেমেছে পাহাড়ি ঢল। এতে সিমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়ার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।
তলিয়ে গেছে মাছের ঘের ও কয়েক হাজার একর জমির ফসল। প্রবল বর্ষণে রাস্তাঘাট, ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন বলেন, “উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের ১৫ থেকে ২০টি গ্রাম তলিয়ে গেছে। নেতাই নদীর বাঁধের কিছু কিছু পয়েন্ট ভেঙে গেছে। এক থেকে দেড় হাজার বাসিন্দা পানিবন্দি অবস্থায় আছেন; তলিয়ে গেছে প্রায় তিনশত ঘরবাড়ি।
“প্রাথমিকভাবে সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বলেছি, জানমালের নিরাপত্তার ব্যবস্থা নিতে। যদি কেউ পানিবন্দি হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।”
উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদুর রহমান বলেন, “যেসব এলাকায় পানি আটকে জলাবদ্ধতা দেখা দিয়েছে, সেখান থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।
“উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, সাবরেজিস্ট্রি অফিস ও খাদ্যগুদামের সামনে পানি জমে আছে। এ ছাড়া উপজেলার বেশ কিছু গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।”
অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে দুটি উপজেলায় অনেক গ্রাম প্লাবিত হয়েছে বলে জানান ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল।
বৃষ্টি কমলেও পানি নেমে যেতে সময় লাগবে; পরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
ময়মনসিংহ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান বলেন, ২৪ ঘণ্টায় এ জেলায় ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পরবর্তী দিনগুলোতে আবহাওয়া কেমন থাকবে, তা কেন্দ্রীয় আবহাওয়া অফিস থেকে জানানো হবে।
এদিকে রাজধানীসহ দেশজুড়ে বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নদ-নদীর পানি বাড়ছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মাস জুড়েই মৌসুমি বৃষ্টিপাত হবে এক-দুই দিন বিরতি দিয়ে। তবে, চলমান বৃষ্টিপাতের প্রবণতা আরও দুদিন অব্যাহত থাকবে। এরপর কমতে পারে।”
আরও পড়ুন: