“তাপসী তাবাসসুম একজন সরকারি কর্মচারী হয়ে ফেইসবুকে পোস্ট করা মানে তিনি সরকার উৎখাত নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন।”
Published : 09 Oct 2024, 09:05 PM
সাময়িক বরখাস্ত লালমনিরহাটের সহকারী কমিশনার (ভূমি) তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে এবার মানহানির অভিযোগে মামলা হয়েছে।
বুধবার দুপুরে খুলনা মহানগর হাকিম-২ এর আদালতে শওকাত হোসেন নামের এক ব্যক্তি মামলাটি করেন। এতে এক হাজার কোটি টাকার মানহানির অভিযোগ করা হয়েছে।
বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান বলেন, “ফেইসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় এ মামলা করা হয়েছে।
“আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের আদেশ দিয়েছেন। ১৫ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।”
বাদী এজাহারে বলেছেন, “তাপসী তাবাসসুম একজন সরকারি কর্মচারী হয়ে ফেইসবুকে পোস্ট করা মানে তিনি সরকার উৎখাত ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তার মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ।
“তিনি ওই মন্তব্য করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন এবং সরকারপ্রধানকে নিয়ে জনগণের মধ্যে ঘৃণাসহ বাজে মন্তব্য করে তা ফেইসবুকের মধ্যে ছেড়ে দিয়ে সরকার প্রধানের মানসম্মান নষ্ট করেছেন।”
সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলসহ অন্য শতাধিক পুরস্কারে ভূষিত এবং তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব।
আসামি ফেইসবুক স্ট্যাটাস দিয়ে প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে তার এক হাজার কোটি টাকা সম্মান ক্ষুণ্ন করেছেন বলেও এজাহারে বলা হয়েছে।