দুটি বাড়িতে হামলা চালিয়ে ৫-৭টি বসতঘর ভাঙচুর করা হয়।
Published : 03 Jan 2025, 03:51 PM
ফরিদপুরের সালথা উপজেলায় দুপক্ষের সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছে।
উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে শুক্রবার সকাল ৯টা থেকে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে বলে সালথা থানার ওসি মো. আতাউর রহমান জানান।
সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে উজ্জ্বল মাতুব্বর (২৫), সুজন মাতুব্বর (২৭), রাকিব মাতুব্বর (৩২), মেহেদী হাসান (২৮) ও সজীব মাতুব্বরকে (৩৬) ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “পূর্ব শত্রুতার জেরে মাঝারদিয়া গ্রামের সাহিদ মাতুব্বরের সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ হারুন মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষ বাধে।
“এ সময় দুটি বাড়িতে হামলা চালিয়ে ৫-৭টি বসতঘর ভাঙচুর করা হয় এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।”
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা শান্ত রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।