নাব্য সংকট কাটাতে নদীতে খনন কাজ চালাচ্ছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
Published : 09 Nov 2024, 01:02 PM
যমুনা নদীতে নাব্য সংকটের কারণে আবারও মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১১টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা ফেরিঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ।
এ দিকে ফেরি বন্ধ থাকায় এই নৌ-রুটের আরিচা ও কাজিরহাট প্রান্তে দীর্ঘ সারিতে আটকা পড়েছে আড়াইশ থেকে তিনশ পণ্যবাহী ট্রাক। চরম দুর্ভোগে পড়েছেন নদী পারাপারের অপেক্ষায় থাকা এসব ট্রাকের চালক-সহকারীরা।
চালকরা বলছেন, দীর্ঘসময় ফেরি বন্ধ থাকার ফলে পণ্য পরিবহনে তাদের বেশ সমস্যা হচ্ছে। যা এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগে মারাত্মক প্রভাব ফেলেছে।
আরিচা ফেরিঘাটে অপেক্ষমাণ চালক আব্দুল করিম বলেন, “ফেরি বন্ধ হয়ে যাওয়ায় পণ্য সময়মতো গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না। এতে আমাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে এবং খরচও বেড়ে যাচ্ছে।”
একই পরিস্থিতি বিরাজ করছে পাবনার কাজিরহাট প্রান্তেও।
সেখানে আটকে থাকা ট্রাকচালক আনোয়ার হোসেন জানান, “মালামাল নিয়ে যাওয়ার সময় এভাবে দেরি হওয়ায় আমাদের লাভ কমে যাচ্ছে। ফেরিঘাটে আটকে থাকায় খাবার-পানিসহ নানা সংকটে পড়েছি আমরা।”
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, শুষ্ক মৌসুমে যমুনা নদীতে পানি কমে যাওয়ায় ফেরি চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা ফেরিঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ বলেন, “আরিচা-কাজিরহাট রুটে যমুনা নদীর বিভিন্ন অংশে পানি কমে গেছে। নাব্য সংকটে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আমরা সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছি।
“তবে নাব্য সংকট কাটাতে নদীতে খনন কাজ চালাচ্ছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ড্রেজিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলেই ফেরি চলাচল পুনরায় চালু হবে।”
এর আগে নাব্য সংকটের কারণে গত ১ নভেম্বর রাত ১০টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। পরে সাড়ে ৩৭ ঘণ্টা পর ৩ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
পুরানো খবর -