নাব্য সংকটে গত শনিবার সন্ধ্যায় তৃতীয় বারের মত এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়েছিল।
Published : 20 Nov 2024, 08:17 PM
মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথে নাব্য সংকটের কারণে চারদিন বন্ধ থাকার পর আবারো চলতে শুরু করেছে ফেরি।
বুধবার দুপুর ১২টার দিকে কয়েকটি ফেরি যানবাহন বোঝাই করে কাজীরহাটের উদ্দেশে ছেড়ে যায় বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ।
তিনি বলেন, ড্রেজিংয়ের মাধ্যমে বালু অপসারণ করা হয়েছে। দুপুরের দিকে ধানসিঁড়ি, শাহ আলী, খানজাহান আলী ফেরি পণ্যবাহী ট্রাক বোঝাই করে কাজীরহাটের উদ্দেশে ছেড়ে যায়। এ কয়দিন ফেরি বন্ধ থাকার কারণে উভয় ঘাটে পারের অপেক্ষায় কয়েক শতাধিক যানবাহন আটকে থাকে।
চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
আরিচা এপ্রোচ চ্যানেলে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলে বাঁধা সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি ফেরি চলাচল বন্ধ করে দেয় বলে জানান আবু আব্দুল্লাহ।
নাব্য সংকটের কারণে গত ১ নভেম্বর রাত ১০টা থেকে সাড়ে ৩৭ ঘন্টা ও ৮ নভেম্বর রাত ১১টা থেকে ৬১ ঘন্টা ২০ মিনিট এই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে।
গত শনিবার সন্ধ্যায় তৃতীয় বারের মত ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।