অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Published : 09 Feb 2025, 10:40 AM
গাজীপুরে আগুন লেগে একটু ড্রাইভিং স্কুল ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
নগরীর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেট এলাকায় শনিবার রাত সোয় ১২টার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে বলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস ছামাদ জানান।
এলাকাবাসী বলছে, শাহরিয়ার নামে একজনের একটি টিনশেড কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশের হৃদয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, আর এস ড্রাইভিং স্কুল, পঙ্কজ ফার্নিচারের কারখানা এবং আলামিন স্যানেটারি গুদাম ঘরে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুস ছামাদ বলেন, ফায়ার সার্ভিসে খবর দিয়ে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে জয়দেবপুর স্টেশন থেকে দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে যায় এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে একটি ওয়ার্কশপ ও ড্রাইভিং স্কুলসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি জানিয়ে তিনি বলেন, তদন্তের পর এসব তথ্য পাওয়া যাবে।