২০০৭ সালের ১৮ অগাস্ট নীলফামারীতে স্ত্রীকে হত্যার পর থেকে আত্মগোপনে ছিলেন আসামি।
Published : 02 Mar 2025, 04:10 PM
নীলফামারী সদরে স্ত্রীকে হত্যার পর দেড় যুগ ধরে পালিয়ে থাকা মৃত্যুদণ্ড পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে র্যাবের সহযোগিতায় গাজীপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলেন জানান নীলফামারী সদর থানার পরির্দশক (তদন্ত) এম আর সাঈদ।
মৃত্যুদণ্ড পাওয়া আবুল কাশেম (৬৮) নীলফামারী পৌর শহরের বাড়াইপাড়া মহল্লার প্রয়াত আলী জানের ছেলে।
রোববার দুপুরে আদালতের মাধ্যমে আবুল কাশেমকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ পরির্দশক এম আর সাঈদ।
তিনি বলেন, ২০০৭ সালের ১৮ অগাস্ট শহরের বাড়াইপাড়ায় মোছাম্মদ বেগম খাতুনকে হত্যা করে গোপনে দাফন করে পালিয়ে যান স্বামী আবুল কাশেম।
পরে বেগম খাতুনের বড় ভাই ইয়াসিন আলী বাদী হয়ে আবুল কাশেমকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। হত্যার পর থেকে পলাতক ছিলেন আবুল কাশেম। পরে পুলিশ আদালতের আসামির বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করেন।
২০২১ সালের ৩ জানুয়ারি পলাতক থাকায় অবস্থায় আদালত আবুল কাশেমকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।