গাইবান্ধার প্রবীণ এই ব্যক্তি সাংবাদিকতার পাশাপাশি শিশু ও যুব সংগঠক ছিলেন।
Published : 19 Mar 2025, 02:22 PM
গাইবান্ধার সাংবাদিক ও ছড়াকার মশিয়ার রহমান খান মারা গেছেন।
বুধবার ভোর রাতে বার্ধক্যজনিত কারণে ঢাকার রামপুরায় ছেলে চিকিৎসক ইশতিয়াক খান নির্ঝরের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
গাইবান্ধা শহরের ব্রিজ রোডের বাসিন্দা ৭৫ বছর বয়সি মশিয়ার দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি দক্ষ শিশু ও যুব সংগঠক ছিলেন।
মশিয়ারের ভাতিজি জামাই এস এম খাদেমুল ইসলাম খুদি বলেন, বুধবার এশার নামাজের পর গাইবান্ধা গোরস্তান জামে মসজিদে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।
মশিয়ার রহমান গাইবান্ধা থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক গাইবান্ধা’ ও ‘দৈনিক সন্ধান’ এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এ ছাড়া তার হাত ধরে গড়ে উঠেছিল গাইবান্ধার অন্যতম শিশু সংগঠন ‘সাত ভাই চম্পা’ ও যুব সংগঠন ‘আবাহনী’। তিনি দীর্ঘদিন গাইবান্ধা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন প্রবীণ এই সাংবাদিক।
মশিয়ার রহমানের মৃত্যুতে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ, মুক্তিযুদ্ধের গবেষক ও গাইবান্ধা জেলা উদীচীর সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী সিরাজুল ইসলাম বাবু, ইত্তেফাকের প্রতিনিধি তাজুল ইসলাম রেজাসহ জেলায় কর্মরত সাংবাদিকরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।