এক খ্যাপাটে সম্পাদকের আত্মঘাতী যুদ্ধের আখ্যান
ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে এক অলিখিত যুদ্ধ শুরু করেছিলেন হিকি। হিকি’জ গেজেট হিংসাত্মক আধেয় ছিল এ কথা সত্য কিন্তু ২৪৫ বছর আগে ক্ষমতাসীনদের চ্যালেঞ্জ করার যে নজির হিকি স্থাপন করেছিলেন তা আজও অনুসরণীয়। হিকি’জ বেঙ্গল গেজেটের জন্মদিনে চলুন ফিরে যাই এশিয়ার প্রথম মুদ্রিত সংবাদপত্রের এক স্বপ্নযাত্রার পথে।